পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, জুন ২৮, ২০১২

Odesk ms word 2007 Test

আসসালামুআলাইকুম!
এবার পাশ না করে কেউ পিছে পড়বে না। এবার পাশ হবেই। এবার নিয়ে এলাম MS Word 2007 Test Question & Answer. সবার কথা চিন্তা করেই আবার নিয়ে এলাম এটা। যারা ওডেস্কে নতুন তারা তাড়াতাড়ি টেষ্ট দিয়ে কাজ শুরু করে দিন। আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা ওডেস্কে নিজের স্কিল অনুযায়ী বিড করবেন। না জেনে কোন জব বিড করবেন না। যেটা পারবেন বলে আপনি মনে করেন সেটা বিড করবেন। টেষ্ট খুব ভালোভাবে দিবেন। 
ডাউলোডের জন্য এখানে ক্লিক করুন। 

সবাইকে ধন্যবাদ

যদি ভালোলাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন