পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, জানুয়ারী ২৪, ২০১২

What Is Computer?

কম্পিউটার কি?
‘কম্পিউট’ (Compute) শব্দটি থেকেই কম্পিউটার (Computer) শব্দ তৈরী হয়েছে। বলা হয়, যে কম্পিউট করে সেই (মানুষ বা যন্ত্রই) কম্পিউটার। ১৩৭৫ থেকে ১৪২৫ খ্রিষ্টাব্দ সময়কালে ‘কম্পিউট (Compute) শব্দটির উৎপত্তি হয়।েএই শব্দের প্রাচীন অর্থ হিসবা করা, পরিমাপ করা, গণনা করা ও ধারনা করা উত্যাদি। সেই হিসাবে যিনি বা যে যন্ত্র গণনা, হিসাব, ধারনা ও পরিমাপ জাতীয় কাজ করে তাকে কম্পিউটার বলা যেতে পারে। এক সময়ে কম্পিউটার কম্পিউটার বলতে মানুষকে বোঝানো হত। পরে ক্যালকুলেটর বা গণনা করার যন্ত্র কম্পিউটার হিসেবে সমধিক পরিচিত হতে থাকে। তবে বর্তমানে কম্পিউটার বলতে আমরা একটি এমন ডিজিটাল যন্ত্ররক বুঝি যা প্রক্রিয়াকরণ করতে পারে। কম্পিউটার হলো “programmable digital electronic device" অন্যভাবে বলা হয়,  A computer is a machine that manipulates data according to a list of instructions. বাংলাদেশের কপিরাইট আইনে কম্পিউটারের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে, “কম্পিউটার অর্থে মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রিক, ম্যাগনেটিক, ইলেকট্রোমগেনেটিক, ডিজিটাল বা অপটিক্যাল বা অন্য কোনো পদ্ধতির ইমপালস ব্যবহার করিয়া লজিক্যাল বা গাণিতিক যে কোনো একটি বা সকল কাজকর্ম সম্পাদন করে এমন তথ্যপ্রক্রিয়াকরণ যন্ত্র বা সিস্টেমকে বোঝায়। সেই কারণে কম্পিউটার কেবলমাত্র গণনা, পরিমাপ বা হিসাব করার যন্ত্র নয়। কম্পিউটার কার্যত এখন সকল ধরনের কাজ করে বা কাজের প্রক্রিয়া করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন