ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করুন ওয়েবসাইট।
টিউটোরিয়ালটি ভাল লাগলে কমেন্টস করতে ভুলবেন না।
পর্ব- ০১
কিভাবে ওয়ার্ডপ্রেসে রেজিষ্ট্রেশন করবেন?
অন্যান্য সব একাউন্ট খোলার মতোই ওয়ার্ডপ্রেসে আপনি সহজেই একাউন্ট করতে পারবেন। যাক, প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসের নিজস্ব ওয়েবসাইটে যান। ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইট হলঃ www.wordpress.com. এখান থেকে Sign UP বাটনে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে চলে আসবে একটি রেজিষ্ট্রেশন ফর্ম। এখানে সঠিক ভাবে পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন।
Blog Address: এখানে আপনার ব্লগের ঠিকানা দিন। যেমনঃ tweetersite. তাহলে আপনার ব্লগের ঠিকানা হবে tweetersite.wordpress.com
Username: এখানে ব্যবহারকারির নাম দিন।
Password: এখানে আপনার পচন্দের পাসওয়ার্ড দিন।
Confirm Password: এখানে আপনার পাসওয়ার্ডটি আবার দিন।
E-mail Address: বক্সে আপনার ই-মেইল ঠিকানাটি দিন। এক্ষেত্রে আপনি একটি নতুন ইমেইল তৈরি করতে পারেন।
এবার Sign Up বাটনে ক্লিক করুন। সব ঠিকঠাক থাকলে একাউন্ট খুলে যাবে। এবার আপনার ইমেইল খুলে দেখেন একটি Confirmation Link যাবে। লিংকটি ক্লিক করুন, তাহলেই্ আপনার একাউন্ট সক্রিয় হয়ে যাবে। এবার আপনার একাউন্টটি লগইন করুন। এই জন্য এখানে যান। তারপর উপরে দেখবেন লগইন বার আছে। এখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করুন। অথবা, আপনার ব্রাউজারের এড্রেসবারে আপনার ব্লগের ঠিকানা লিখে তারপর লিখুন /wp-admin. যেমনঃ untweeter.wordpress.com//wp-admin. এখানে untweeter এর পরিবর্তে আপনার ব্লগের আইডিটি দেন। তাহলে আপনার ব্লগের ডেসবোর্ডে বা কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবে। এখান থেকেই আপনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে আপনার ব্লগের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন