এখন উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে নতুন এক সমস্যা ডিস্ক নাইট প্রোগ্রাম। এটি যে কোন USB যন্ত্রাংশের মাধ্যমে (যেমনঃ পেনড্রইভ, মোবাইল ফোন, এমপিথ্রি প্লেয়ার ইত্যাদি) কম্পিউটারে ঢুকতে পারে। যা পরে অন্য কোন USB যন্ত্র কম্পিউটারে যুক্ত করার সময় চলমান সব প্রোগ্রামকে বন্ধ করে দেয়। একে একবারে নিমূর্লের উপায় হলো উইন্ডোজ ফর্মাট করা। তবে এটি না করেও আপনি এই প্রোগ্রাম বন্ধ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ব্যবহৃত পেনড্রাইভ বা যন্ত্রাংশকে কম্পিউটারে যুক্ত করে এর ফোল্ডার খুলুন। এবার Tools থেকে Folder option এ যান। View থেকে Show hidden fiels and folder এর সক্রিয় Enable করে Hide protected operating system fiels (reconneded) নিস্ক্রীয় (Disable) করুন। ফলে আপনি আপনার USB ফো্ল্ডারে Auto Run এবং Disk Night নামে দুটি ফাইল দেখতে পাওয়া যাবে। ফাইল দুটি নির্বাচন করে Shift + Delete + Enter চাপতে হবে। এরপর USB যন্ত্রটি সংযোগ বিচ্ছন্ন করতে হবে। (Sefty remove) ছাড়াই।
এবার Start থেকে Run তারপর MSCONFIG লিখে OK করতে হবে। এবার Startup ট্যাবে ক্লিক করে Knight প্রোগ্রামটি Disable করে কম্পিউটার Restart করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন