পৃষ্ঠাসমূহ

শুক্রবার, জানুয়ারী ১৩, ২০১২

সবচেয়ে পাতলা ল্যাবটপ

পৃথিবীর সবচেয়ে পাতলা ল্যাবটপ
এবারের সিইসের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 60 টি নতুন প্রযুক্তির আল্ট্রাবুক দেখানো হবে। এগুলোর প্রতিটিতেই চেষ্টা করা হয়েছে আগের তুলনায় পাতলা ও শক্তিশালী করার জন্য। এদের মধ্যে আকর্ষণের কেন্দ্র রয়েছে এসার অ্যাম্পায়ার এস৫ আল্ট্রাবুক। মাত্র ১৫ মিলিমিটার পুরু এই ল্যাবটপ বর্তমানে পৃথিবীর সবচেয়ে পাতলা ল্যাবটপ। অ্যাপেলের ম্যাকবুক এয়ারের চেয়ে দুই মিলিমিটার পাতলা এই ল্যাবটপটির ওজন এক কেজি ৩৫০ গ্রাম।
(সংগ্রহীত প্রথম আলো থেকে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন