পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, জুন ২৮, ২০১২

Odesk ms word 2007 Test

আসসালামুআলাইকুম!
এবার পাশ না করে কেউ পিছে পড়বে না। এবার পাশ হবেই। এবার নিয়ে এলাম MS Word 2007 Test Question & Answer. সবার কথা চিন্তা করেই আবার নিয়ে এলাম এটা। যারা ওডেস্কে নতুন তারা তাড়াতাড়ি টেষ্ট দিয়ে কাজ শুরু করে দিন। আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা ওডেস্কে নিজের স্কিল অনুযায়ী বিড করবেন। না জেনে কোন জব বিড করবেন না। যেটা পারবেন বলে আপনি মনে করেন সেটা বিড করবেন। টেষ্ট খুব ভালোভাবে দিবেন। 
ডাউলোডের জন্য এখানে ক্লিক করুন। 

সবাইকে ধন্যবাদ

যদি ভালোলাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।


Odesk US Basik Skill Test

Odesk এ কাজ করতে চাইলে সর্বপ্রথম দরকার Test Pass করা। টেষ্ট পাশ করলে কাজ পেতে অনেক সুবিধা হয়। আর তাই আপনাদের জন্য নিয়ে এলাম US Basik Skill Test এর প্রশ্ন এবং উত্তর। পাশ না করে যাবেন কই। পাশ এবার আপনার হবেই। জ্বলদি জ্বলদি ডাউনলোড করে নিন আর পাশ করুন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

শনিবার, মে ১২, ২০১২

নতুন বাংলা হিট এলবাম নারী

হাবিব, বালাম ও আরও অনেকে মিক্স এ্যলবাম
জলদি জলদি ডাউনলোড করেনিন একদম ফ্রিতে

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১২

ডিস্ক নাইট প্রোগ্রাম বন্ধ করুন

এখন উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে নতুন এক সমস্যা ডিস্ক নাইট প্রোগ্রাম। এটি যে কোন USB যন্ত্রাংশের মাধ্যমে (যেমনঃ পেনড্রইভ, মোবাইল ফোন, এমপিথ্রি প্লেয়ার ইত্যাদি) কম্পিউটারে ঢুকতে পারে। যা পরে অন্য কোন USB যন্ত্র কম্পিউটারে যুক্ত করার সময় চলমান সব প্রোগ্রামকে বন্ধ করে দেয়। একে একবারে নিমূর্লের উপায় হলো উইন্ডোজ ফর্মাট করা। তবে এটি না করেও আপনি এই প্রোগ্রাম বন্ধ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ব্যবহৃত পেনড্রাইভ বা যন্ত্রাংশকে কম্পিউটারে যুক্ত করে এর ফোল্ডার খুলুন। এবার Tools থেকে Folder option  এ যান। View থেকে Show hidden fiels and folder  এর সক্রিয় Enable করে Hide protected operating system fiels (reconneded) নিস্ক্রীয় (Disable) করুন। ফলে আপনি আপনার USB  ফো্ল্ডারে Auto Run এবং Disk Night  নামে দুটি ফাইল দেখতে পাওয়া যাবে। ফাইল দুটি  নির্বাচন করে Shift + Delete + Enter চাপতে হবে। এরপর USB যন্ত্রটি সংযোগ বিচ্ছন্ন করতে হবে। (Sefty remove) ছাড়াই।

এবার Start  থেকে Run তারপর MSCONFIG লিখে OK করতে হবে। এবার Startup  ট্যাবে ক্লিক করে Knight প্রোগ্রামটি Disable করে কম্পিউটার Restart করতে হবে।